নগরীতে ১৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ১৪
দ. প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৪৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১০টি মাদক মামলা রুজু করা হয়েছে। কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) কানাই লাল সরকার এ তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হলেন- সোনাডাঙ্গা শশীভূষণ রোডের এস এম লাভলু মোল্ল্যার ছেলে মোঃ রাজু মোল্ল্যা (২৫), লবণচরা এলাকার মোঃ এহিয়া কালামের ছেলে মোঃ ইয়াসিন সাগর (২৪), পশ্চিম বানিয়াখামার এলাকার মৃতঃ নুর মোহাম্মদ শেখের ছেলে মোঃ বাবু শেখ (২৫), ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার বাসিন্দা আব্দুস সালাম হাওলাদারের ছেলে মোঃ নাঈম হাওলাদার (২০), সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার আব্দুল সোবাহান মোড়লের ছেলে মোঃ শামীম হাসান (২১), দৌলতপুরের মোঃ ফজল শেখের ছেলে মোঃ নাজমুল শেখ (২৫), শিরোমণি এলাকার মোঃ মফিজুল ইসলামের ছেলে মোঃ রকি (২০), বাগেরহাটের মোড়েলগঞ্জের মৃতঃ আব্দুল আজিজের ছেলে মোঃ শুকুর আলী (২২), খালিশপুরের শেখ আব্দুল সত্তারের ছেলে শেখ সোহান (২৫), নগরীর রেলওয়ে ঘাট কলোনীর মৃতঃ আবুল হোসেন দেওয়ানের ছেলে মোঃ মাসুম (২৮), দৌলতপুরের মোঃ শাহ আলম বেপারীর ছেলে মোঃ রানা বেপারী (২৬), যশোরের মোঃ আনোয়ার শেখের স্ত্রী ঝুমুর বেগম (৩৮), নগরীর রেলওয়ে ঘাট কলোনীর মোঃ মাসুমের স্ত্রী পারুল বেগম (২২) এবং মশিয়ালী মধ্যপাড়া এলাকার মোঃ মোকাদ্দেস গাজীর ছেলে মোঃ রাজা গাজী (২৩)।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ