April 27, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

নগরীতে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

দ. প্রতিবেদক
খুলনা মহানগরীর সদর থানা এলাকার দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রবিবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন খুলনা মহানগরের সদর থানার সিমেন্ট্রি রোডের শাহিনুর রহমান। রায় ঘোষণার সময় ওই আসামি আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তাঁরা হলেন শাহিনুর রহমানের ভাই হাসানুর রহমান ও রাজু, তাঁদের মা নূরজাহান বেগম এবং ভাগনে এহসান মোল্লা।
মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, পূর্ব শক্রতার জের ধরে ২০১৩ সালের ১৬ জুন সিমেট্রি রোডে হাতুড়ি দিয়ে পিটিয়ে দেলোয়ার হোসেনকে খুন করা হয়। ওই ঘটনায় রাতেই নিহত ব্যক্তির স্ত্রী শওকত আরা রানু বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তাপস কুমার পাল পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *