নগরীতে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত
দ. প্রতিবেদক
খুলনা মহানগরীতে ট্রাকের ধাক্কায় কিনার আলী গাজী (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টায় নগরীর হরিণটানা থানার সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত কিনার আলী পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামের সুরত আলী গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কিনার আলী গাজী একটি ব্যাটারি চালিত ভ্যান নিয়ে জিরোপয়েন্ট থেকে রূপসার দিকে যাওয়ার সময় হরিণটানা থানার সামনে পৌছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে সেখানে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩টায় তার মৃত্যু হয়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ