April 24, 2024
আঞ্চলিক

নগরীতে শব-ই-বরাত উপলক্ষে আতশবাজি-পটকা নিষিদ্ধ

 

দ: প্রতিবেদক

পবিত্র শব-ই-বরাত উপলক্ষে আজ রবিবার খুলনা নগরে আতশবাজিসহ সব ধরণের ক্ষতিকারক ও বিস্ফোরক দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। গতকাল শনিবার খুলনা মেট্রোপলিটন (কেএমপি)’র সিটি  স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শব-ই-বরাত উদযাপন উপলক্ষে পটকা, আতশবাজি, চকলেট বোমা বা অনুরূপ দ্রব্যাদি ফুটিয়ে আতংক সৃষ্টি করা এবং অনুরূপ দ্রব্যাদি বিক্রয়, মজুদ ও বহন কেএমপি অর্ডিন্যান্স-১৯৮৫ এবং বিস্ফোরক দ্রব্য আইন-১৮৮৪ অনুসারে দণ্ডনীয় অপরাধ। এ রূপ পরিস্থিতিতে আইনবিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য নগরবাসী অনুরোধ করা হলো। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *