নগরীতে র্যাবের হাতে ৬৪ পিস ইয়াবাসহ আটক ১
দ: প্রতিবেদক
নগরীতে ৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সিরাজ মোড়ল (৫৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৬) সদস্যরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাকে সদর থানাধীন খানজাহান আলী সড়ক শান্তিধাম মোড় এলাকা থেকে আটক করা হয়। সে মৃত আবুল মোড়লের ছেলে এবং বর্তমানে ওই এলাকার সবেদতলার আমির উদ্দিন এর বাসার ভাড়াটিয়া।
র্যাব-৬ জানায়, মেজর মোঃ আনিস-উজ-জামান ও এএসপি মোঃ তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে র্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শান্তিধাম মোড়ের মোমো ফাস্ট ফুট হোটেলের সামনে থেকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোন, ১টি সীমকার্ড, নগদ ৫৬০ টাকাসহ উদ্ধার করেন। পরবর্তীতে আটক আসামীকে সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।