নগরীতে র্যাবের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ আটক ২
দ. প্রতিবেদক
খুলনায় ৭৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাব-৬। রবিবার দুপুর ২টা ২০ মিনিটে নগরীর লবণচরা থানাধীন খুলনা-সাতক্ষীরা রোড গল্লামারি মেট্রো ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-৬’র সহকারী পরিচালক (মিডিয়া ও লিগ্যাল) এএসপি মো. মাহবুব উল আলম।
আটকরা হলেন- সোনাডাঙ্গা থানাধীন ডালমিল পুলিশ ফাঁড়ি এলাকার মো. ফারুক এর ছেলে মোঃ নাঈম (২৬) ও মুচিপাড়া কবরখানা মোড় এলাকার মোঃ হালিম এর ছেলে মোঃ রনি (২৫)।
র্যাব-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে নগরীর লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ