নগরীতে রেস্টুরেন্টকর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার
দ. প্রতিবেদক
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন মোল্যা বাড়ীর মোড় এলাকায় ইকবাল হোসেন (১৮) নামে এক রেস্টুরেন্ট কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে। তিনি নগরীর নিউ মার্কেটের রোভার্স ক্যাফে এন্ড রেস্টুরেন্টে চাকরি করতেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের বারিখোলা এলাকার মোঃ মহিউদ্দিনের ছেলে তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রাত ১২টার দিকে নিউমার্কেটস্থ রোভার্স ক্যাফে থেকে কাজ শেষে সহকর্মীদের সাথে বাসায় ফেরেন ইকবাল। পরবর্তীতে সকলেই ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে হঠাৎ বাড়ির দারোয়ানের ডাক শুনে ফ্লাটের সবাই নিচে গিয়ে দেখতে পান ইকবালের লাশ লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা পড়ে আছে। পরবর্তীতে সহকর্মীদের কয়েকজনসহ আশেপাশের ৪/৫ জন মিলে অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসকরা ইকবালকে মৃত ঘোষণা করেন। রাতেই সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে মূল রহস্য এখনো উদঘাটন হয়নি।
নিহত ইকবালের সহকর্মীদের ধারণা, ইকবাল প্রতিরাতেই রাত জেগে মোবাইল ফোনে কথা বলতো। হয়তো অসর্তকতাবশত কোনো কারণে লিফটের ওই ফাঁকা অংশে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ