নগরীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬
দ. প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি ও মিডিয়া) মো. জাহাংগীর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আটকরা হলেন, দৌলতপুর দেয়ানা দক্ষিণপাড়া গ্রামের আইয়ুব আলী (৪০), খালিশপুর আলমনগর এলাকার জালাল শিকদার ওরফে আশিক (২৯), লবণচরা মোহাম্মদ নগর এলাকার দিদার আলীর স্ত্রী রিনা (৩২), সোনাডাঙ্গা বসুপাড়া মেইন রোড রশিদ হাওলাদারের আলতাফ হাওলাদার (৪৬), বানরগাতী কাসেমাবাদ লেন এলাকার আঃ হান্নানের ছেলে মোঃ সাব্বির রহমান (২২) ও একই এলাকার মৃত নুর মোহাম্মদ খাঁর ছেলে নুর আলম খাঁ (৩১)। এদেরকে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা দায়ের হয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়