January 19, 2025
আঞ্চলিকলেটেস্ট

নগরীতে মাদকবিরোধী অভিযানে আটক ১০

দ. প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় খুলনা মেট্রেপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭ জন এবং মাদক সেবনকালে ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৭টি মাদক মামলা রুজু করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেএমপি।
আটককৃতরা হলেন- নগরীর সুলতান আহম্মেদ রোডের হুমায়ুন কবির খানের ছেলে ইশান কবির খান (৩৫), রূপসা বেড়িবাঁধ রোডের চটের বটতলা এলাকার মোঃ বশির ভূঁইয়ার ছেলে লিমন ভূঁইয়া (১৭), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার পলেরহাট এলাকার মৃত লাল মোহাম্মাদ লালু সরদারের ছেলে মোঃ টিপু সুলতান (২৪), ইকবালনগর এলাকার মোঃ জাহাঙ্গীর শেখের ছেলে মোঃ লিমন (২৩), সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মৃত গনি গাজীর ছেলে মোঃ নুর আলম গাজী (৩০), পিরোজপুর জেলার জিয়ানগর থানার পারেরহাট বৌডুবি এলাকার মোঃ রাজু শেখের ছেলে মোঃ রাহাত শেখ (২৪), কেশবপুর থানার শরফাবাদ এলাকার মৃত মোছাব্দী মাষ্টারের ছেলে মোঃ আবুল কালাম আজাদ (২৯), নগরীর ৫নং মাছঘাট এলাকার মৃত আব্দুল হকের ছেলে আব্দুল হাই মোল্লা (৩৫), একই এলাকার সেলিম হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (৩০) এবং মৃত চাঁন সওদাগারের ছেলে আলম সওদাগার (৪৩)।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *