নগরীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪
দ. প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।
আটককৃতরা হলেন- খুলনা সদর থানার ৬১/১ পশ্চিম টুটপাড়া বসুন্ধরা গলি, মাওলার মোড়ের কামররুজ্জামান শেখের ছেলে সাব্বির শেখ (২৪), গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার মোঃ আলমগীর হোসেনের ছেলে মোঃ জুলকার নাঈম (১৯), খুলনা সদর থানার ২২ মাষ্টারপাড়া আহমেদ হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া মৃত শাহ আলমের ছেলে মোঃ মনির হোসেন (৩৪) এবং খুলনা সদর থানার ২১১ টুটপাড়া মেইন রোড, তালতলা হাসপাতালের পশ্চিম পাশে মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ (৩৫)।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ