নগরীতে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর বিভিন্ন ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় খুলনা সিটি কর্পোরেশন ও সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল এর পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। তিনি সকাল থেকে রাত পর্যন্ত পর্যায়ক্রমে নগরীর ২৮, ২৯, ৭, ২১ ও ২৩ নং ওয়ার্ডের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেসিসি’র কাউন্সিলর মো: সুলতান মাহমুদ পিন্টু, মো: শামসুজ্জামান মিয়া স্বপন, সংরক্ষিত আসনের কাউন্সিলর রহিমা আক্তার হেনা, কনিকা সাহা, মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, মহানগর আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ হারুন রুমি, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফায়েজুল ইসলাম টিটোসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ