নগরীতে প্রধান শিক্ষককে মারধরের মামলায় কাউন্সিলর কারাগারে
দ: প্রতিবেদক
নগরীর খালিশপুর মুজগুন্নির শহীদ তিতুমীর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগে কেসিসির ৯নং ওয়ার্ডের কাউন্সিলর এমডি মাহফুজুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলীর করা মামলায় গতকাল কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান লিটন ও তার সহযোগী নাজমুল হোসেন খুলনা সিএমএম আদালতে হাজির হয়ে জামিন নিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা খালিশপুর থানার উপ-পরিদর্শক শেখ মিজানুর রহমান মামলার বরাত দিয়ে জানান, গত ৪ এপ্রিল শহীদ তিতুমীর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সে অনুষ্ঠানে কাউন্সিলর লিটনকে দাওয়াত না দেওয়ায় সে প্রধান শিক্ষকের উপর ক্ষিপ্ত হয়। গত ১১ মে কাউন্সিলর মাহফুজুর রহমান লিটন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলীকে তার নিজ বাড়ি থেকে ডেকে এনে মারধর করে। এ ঘটনায় প্রধান শিক্ষক বাদী হয়ে খালিশপুর থানায় কাউন্সিলর লিটন ও তার সহযোগী নাজমুল হোসেনের বিরুদ্ধে একটি মামলা করেন।