May 2, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

নগরীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, আহত ১

দ. প্রতিবেদক
খুলনায় নির্মাণাধীন ২৯ তলা ভবনের ১০ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ৩ টার দিকে নগরীর বৈকালী মোড়ে এ ঘটনাটি ঘটে। মৃত শ্রমিক হলেন, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার নেকবক্তা গ্রামের মো: মোংলু মাহামুদের ছেলে নুর আলম। আহত শ্রমিকের নাম দুলাল। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বৈকালী মোড়স্থ নির্মাণাধীন ২৯ তলা ভবনের ১০ তলায় কাজ করছিলেন উল্লিখিত ২ শ্রমিক। দুর্ঘটনাবশত মাচা ভেঙ্গে নুরে আলম ও দুলাল বিল্ডিংয়ের নিচে পড়ে যান। এ সময়ে নুর আলম কোমর ও বুকে গুরুতর আঘাত পান। অপর শ্রমিক দুলাল মাথায় গুরুতর আঘাত পান। পড়তে দেখে অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নুরে আলমকে মৃত ঘোষণা করেন। অপর শ্রমিক দুলাল গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি রয়েছে। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে নুর আলমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন: