নগরীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
দ. প্রতিবেদক
খুলনায় সেইফ এন সেইভ চেইন শপের নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. মামুন (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৫টা ৪৫ মিনিটে নগরীর নিউমার্কেট এলাকার ৬ তলা ভবনের নির্মাণকাজ করার সময় নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান। মামুন মাগুরা জেলার শালিখা উপজেলার বলাইনা ঘোষা গ্রামের সুরত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মো. আফছার আলীর মালিকানাধীন কেডিএ নিউ মার্কেট এলাকার ২০ কেডিএ ইরফান মার্কেটের সেইফ এন সেইভের ৬ তলা ভবনের নির্মাণকাজ চলছিলো। সোমবার ভোরে মামুন ষষ্ঠতলা ভবন থেকে পড়ে ঘটনাস্থলে মারা যান। পরে সকাল সাড়ে ৭টায় সোনাডাঙ্গা থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, সেইফ এন সেইভের নির্মাণাধানী ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়