নগরীতে দুই কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
দ: প্রতিবেদক
খুলনায় দুই কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা হলেন- ডুমুরিয়ার সাহাপুর এলাকার মৃতঃ ওমর খানের ছেলে মোঃ বাবুল খান (৪৮), মোঃ মোবারেক বিশ্বাস’র ছেলে মোঃ মফিজুর বিশ্বাস (৩৫) ও মৃত আলম গাজীর ছেলে মোঃ সাগর গাজী (২৬)। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় তাদের আটক করা হয়। কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও পিআর) শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়ংঘাটা থানাধীন বাইপাস সড়ক মোড়স্থ রাসেল এন্ট্রারপ্রাইজ নামক মুদী দোকানের সামনে থেকে আসামীদের দুই কেজি গাঁজাসহ আটক করে। তাদের বিরুদ্ধে আড়ংঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।