নগরীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রিক্সাচালকের আত্মহত্যা
দ. প্রতিবেদক
খুলনা রেলওয়ে স্টেশনে ঢাকাগামী চিত্রা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফরিদ (৪২) নামে এক রিক্সাচালক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকাল ৯টা ৫ মিনিটের দিকে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের শেষ প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
খুলনা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার আশিক আহমেদ বলেন, ‘ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়। এরপর প্রায় ১০ হাত গেলেই ওই লোক ট্রেনের বগির নিচে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
খুলনা রেলওয়ে থানার (জিআরপি) সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মফিজুল হক বলেন, ‘মৃত ব্যক্তি একজন রিক্সাচালক। তার বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলায়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল রিপোর্টে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেটিই উল্লেখ করেছেন।’
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ