নগরীতে চোলাই মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক ৬
দ. প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় মহানগরীতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৩২ লিটার চোলাই মদ, ৪ পিস ইয়াবা এবং ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা দায়ের করা হয়েছে। কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) কানাই লাল সরকার এ তথ্য জানিয়েছেন।
আটকরা হলেন- খুলনা সদর থানাধীন নতুন বাজার ওয়াপদা বেড়ীবাধ খ্রিষ্টান গলির মৃতঃ নূর মোহাম্মদ ফরাজীর পুত্র মোঃ সিদ্দিক ফরাজী (৪৮), রূপসা রাজাপুর বাজার এলাকার মৃতঃ রাম চন্দ্র সাহানীর পুত্র রবিন সাহানী (৩৫), সাতক্ষীরার বৈকারী এলাকার মো: আকিদুল ইসলামের পুত্র মোঃ আক্তারুল ইসলাম (২৩), তেরখাদা পশ্চিম কাটেঙ্গা গ্রামের রাজ্জাক মোল্যার পুত্র মোর্তজা মোল্যা (২৬) ও খালিশপুর বাস্তহারা কলোনী এলাকার মোঃ শুকুর আলী (২৫) এবং খুলনা থানাধীন মাষ্টার পাড়ার রমিজ উদ্দিন আকনের পুত্র আসাদুজ্জামান @ সাগর (১৯)।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ