July 1, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

নগরীতে গ্যাস সিলিন্ডার লিকেজে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

দ. প্রতিবেদক
খুলনা মহানগরীর ইকবালনগরে অগ্নিদগ্ধ হয়ে শ্রাবনী (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়া ঘরের কিছু আসবাবপত্র পুড়ে গেছে। রবিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর দেড়টার দিকে দগ্ধ গৃহবধূকে খুমেক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের টুটপাড়া স্টেশনের ইনচার্জ মুজিবুর রহমান জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ইকবালনগর এলাকায় কেডিএ এভিনিউয়ে করিমাবাদ সি কলোনির একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে। খবর পেয়ে টুটপাড়া ফায়ার স্টেশনের ৩টি ও নূরনগর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে রেন্ট এ কার ব্যবসায়ী শহিদুল ইসলামের স্ত্রী শ্রাবনী অগ্নিদগ্ধ হন।
তিনি আরও জানান, ঘটনার সময় শহিদুল ইসলাম বাসায় ছিলেন না। ফায়ার সার্ভিসের সদস্যরা গৃহবধূ শ্রাবনীকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এছাড়া কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *