নগরীতে কর্মহীন পরিবারের মাঝে শিশু খাদ্যসহ চাউল ও নগদ অর্থ বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক রবিবার নগরীর বিভিন্ন ওয়ার্ডে করোনার কারণে ক্ষতিগ্রস্থ ও কর্মহীন পরিবারের মাঝে শিশু খাদ্যসহ চাউল ও নগদ অর্থ বিতরণ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শিশু খাদ্য এবং সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে চাউল ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। সিটি মেয়র দিনব্যাপী নগরীর ১ থেকে ৭, ৯, ১০ ও ১৪ নং ওয়ার্ডে এ খাদ্য সহায়তা প্রদান করেন। প্রতিটি ওয়ার্ডের ১’শ পরিবারের মাঝে শিশু খাদ্য ও ৪’শ ২৮টি পরিবারের মাঝে চাউল ও নগদ অর্থ বিতরণ করা হয়। শিশু খাদ্য হিসেবে ৫’শ গ্রাম গুড়ো দুধ, ১ কেজি চিনি, ১ কেজি সুজি ও ৩০টি ডিম প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর ৩১টি ওয়ার্ডে এ খাদ্য সহায়তা প্রদান করা হবে।
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সহসভাপতি শেখ সৈয়দ আলী, কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মেমরী সুফিয়ার রহমান শুনু, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুস সালাম, মোঃ কবির হোসেন কবু মোল্লা, শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, মোঃ সুলতান মাহমুদ পিন্টু, এমডি মাহফুজুর রহমান লিটন, কাজী তালাত হোসেন কাউট, শেখ মোসারাফ হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, আওয়ামী লীগ নেতা নূর ইসলাম বন্দ, নাগরিক নেতা শাহিন জামান পনসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়