April 19, 2024
Uncategorized

ধোনির নতুন রেকর্ড

 

ক্রীড়া ডেস্ক

৩৫০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে উইকেট রক্ষকের দায়িত্ব পালনের বিরল এক রেকর্ড গড়লেন ভারতের সাবেক অধিনায়ক মহিন্দ্র সিং ধোনি। মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে উইকেট রক্ষকের দায়িত্ব পালনের মধ্য দিয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন তিনি।

এই ম্যাচ দিয়ে দ্বিতীয় কোন ভারতীয় ক্রিকেটার হিসেবে ৩৫০ বা ততোধিক ওয়ানডে খেলার কৃতিত্বও দেখিয়েছেন তিনি। এর আগে লিটল মাস্টার শচিন টেন্ডুলকার ভারতীয় ক্রিকেটার হিসেবে ৩৫০ এর বেশী ওডিআই ম্যাচ খেলার কৃতিত্ব দেখিয়েছেন।

ভারত জাতীয় দলের হয়ে ৩৪৭টি এবং এশিয়া একাদশের হয়ে তিনটিসহ মোট ৩৫০ ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন। যার মাধ্যমে দশম ক্রিকেটার হিসেবে ৩৫০ বা ততোধিক ম্যাচ খেলার মাইল ফলক অর্জন করেছেন তিনি। অবশ্য ধোনির চেয়ে অনেকদূর এগিয়ে রয়েছেন শচিন। তার খেলা ওডিআই ম্যাচের সংখ্যা ৪৬৩টি। সর্বোচ্চ ওয়ানডে ম্যাচ খেলা তালিকার শীর্ষে আছেন শচিন। ৪৪৮টি ম্যাচে অংশ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলংকার মাহেলা জয়বর্ধনে। এরপরে রয়েছেন যথাক্রমে সানাথ জয়সুরিয়া (৪৪৫), কুমার সাঙ্গাকারা (৪০৪), শহিদ আফ্রিদী (৩৯৮), ইনজামাম উল হক (৩৭৮), রিকি পন্টিং (৩৭৫), ওয়াসিম আকরাম (৩৫৬) ও মুত্তিয়া মুরালিধরন (৩৫০)।

শ্রীলংকান উইকেট রক্ষক কুমার সাঙ্গাকারা অবশ্য এ পর্যন্ত ৩৬০টি ম্যাচে উইকেট রক্ষকের দায়িত্ব পালন করলেও ৪৪টি ওয়ানডে ম্যাচে তিনি অংশ নিয়েছেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে। তবে ধোনি ৩৫০টি ম্যাচেই উইকেট রক্ষক হিসেবে অংশ নিয়েছেন। যে কারণে তিনিই স্থান পেয়েছেন রেকর্ড বইয়ের শীর্ষে।

এই ৩৫০টি ম্যাচের মধ্যে ২০০টি ম্যাচে ধোনি খেলেছেন অধিনায়ক হিসেবে। ক্রিকেটের ইতিহাসে তৃতীয় এবং ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ ম্যাচে নেতৃত্ব দেয়ার কৃতিত্ব দেখালেন তিনি। কয়েকদিন আগে ৩৮ বছরে পা রাখা ধোনির অবসরের গুজব নিয়ে এখন সরব হয়ে উঠেছে গণমাধ্যম।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *