November 28, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদমুখর খুলনা

বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত

দ. প্রতিবেদক
দেশব্যাপী ধর্ষণ, নারী নির্যাতনসহ নারীর প্রতি সকল সহিংসতার বিরুদ্ধে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধবার করার দাবিতে প্রতিবাদমুখর হয়ে উঠছে খুলনা। বুধবার মহানগরীর শিববাড়ি মোড়সহ পৃথক স্থানে বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো- গণস্বাক্ষরতা অভিযান, মানববন্ধন, মোমবাতি প্রজ্জ্বলন, আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল।
জনউদ্যোগ ও গুণীজন স্মৃতি পরিষদ : বুধবার বেলা ১১টায় নগরীর শিববাড়ী মোড়ে জনউদ্যোগ, খুলনা ও গুণীজন স্মৃতি পরিষদের উদ্যোগে নোয়খালী, সিলেট, গোপালগঞ্জসহ সারাদেশে ধর্ষণ, নির্যাতন হত্যার প্রতিবাদে গণস্বাক্ষর ও ধর্ষকদের বিরুদ্ধে শপথ বাক্য উচ্চারিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, সরকারের কাছে আবেদন যে হারে ধর্ষণ বেড়েছে, তাতে যাবজ্জীবন কারাদন্ড দিয়ে ধর্ষণ নিয়ন্ত্রণ হচ্ছে না। সময় এসেছে এ বিষয়ে চিন্তা-ভাবনার। সরকারের কাছে অনুরোধ ধর্ষণের দায়ে (যদি প্রমাণ হয়) তার সাজা যাবজ্জীন কারাদণ্ড না দিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যবস্থা করা হোক। গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ধর্ষণের খবরের মতো ধর্ষণের শাস্তির খবরও ফলাও করে প্রচার করার জন্য। যাতে ধর্ষকরা এ সর্ম্পকে জানতে পারে।
সভায় সভাপতিত্ব করেন বিএমএ’র সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম। সঞ্চালনা করেন জনউদ্যোগ, খুলনার আহবায়ক নারী নেত্রী এ্যাডঃ শামীমা সুলতানা শীলু ও জনউদ্যোগের সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্র নাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বয়রা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দা লুৎফুর নাহার, রেহেনা আক্তার, রোজী রহমান, সুতপা বেদজ্ঞ, জেসমিন জামান, ইসরাত আরা হীরা, মো: আব্দুল্লাহ চৌধুরী, আবিদ শান্ত, কমলেশ বাছাড়, রুমি রহমান, সুকন্যা সরদার, কাওছারী জাহান, শরীফ শফিকুল হামিদ চন্দন, প্রশান্ত কুমার কুন্ডু, শেখ মফিদুল ইসলাম, তপন কুমার রায়, ডা: এম এন আলম সিদ্দিকী, ডাঃ মোসাদ্দেক হোসেন বাবলু, শাহ মামুনুর রহমান তুহিন, কৃষ্ণা দাস, সঞ্জয় কুমার মল্লিক, শেখ আব্দুল হালিম, মোহাঃ এম এ সাদী প্রমুখ।


নগর ছাত্রলীগ : সারাদেশে ধর্র্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে, নারী প্রতি সহিংসতা বন্ধে এবং সকল ঘটনার সাথে জড়িত ও পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আলোক প্রজ্জ্বলন করেছে খুলনা মহানগর ছাত্রলীগ।
বুধবার সন্ধ্যা ৬টায় নগরীর শিববাড়ী মোড়ে এ আলোক প্রজ্জ্বলন, প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আলোক প্রজ্জ্বলন, প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ‘ধর্ষকের কোন সমাজ বা পরিবার নাই, নাই কোন দল ধর্ম বা পরিচয়, তাদের একটিই পরিচয় তারা ধর্ষক। একজন সচেতন নাগরিক হিসেবে আমরা সবাই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। নারীর প্রতি সহিংসতা স্থায়ীভাবে বন্ধে এবং সকল ধর্ষকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার বাংলাদেশ আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ। তিনি আরও বলেন, বর্তমান সরকার সর্বদা ধর্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে, কোন অবস্থাতেই ধর্ষককে ছাড় দেওয়া হচ্ছে না। যেখানেই নারী নিপীড়ন হচ্ছে সেখানেই তড়িৎ ব্যবস্থা গ্রহন করছে বর্তমান সরকার ও প্রশাসন। তিনি নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন আমাদের আরও সতেচন হতে হবে, ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা চ.ম মুজিবর রহমান, মহানগর যুবলীগ সদস্য কাজী কামাল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, মশিউর রহমান সুমন, মো রাশেদুল ইসলাম, মাসুম উর রশিদ, অভিজিৎ পাল, মেহেদী হাসান রাসেল, জামিল আহমেদ সোহাগ, মহানগর ছাত্রলীগ নেতা সোহেল বিশ্বাস, মাসুদ হোসেন সোহান, রণবীর বাড়ৈ সজল, জব্বার আলী হীরা, জহির আব্বাস, জুুবী ওয়ালিয়া টুই, মো: শাহিন, দিদারুল আলম, রহমত সরদার, মেহেদী হাসান সুজন, মাহামুদুল ইসলাম সুজন, কামাল হোসেন, শিকদার রাসেল, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, তায়েজুল ইসলাম তাজ, মাহমুদুর রহমান রাজেস, আব্দুল কাদির সৈকত, তরিকুল ইসলাম তুফান, এমএ হোসেন সুবজ, বায়েজিদ সিনা, আহনাফ অর্পন, রাজু হোসেন, জোয়েব সিদ্দিকী, চিন্ময় মিত্র, সাইফুল ইসলাম, সাজু দাশ, সাইমুন নিয়ত, জিহাদী জিসান, মশিউর রহমান বাদশা, জুয়েল শেখ, শংকর কুন্ডু, শাহ আরাফাত রাহিব, মো: গালিব হোসেন, প্রিতম সাহা, মহিউদ্দনি হাওলাদার জনি, অভিজিৎ সরকার রাহুল, সোহান সাদী, অরিন্দম চক্রবর্তী, শরিফুল ইসলাম মুন্না, মহাদেব গাইন, জনি বসু, নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ, রিক্তা নবী, পিয়াল হাসান প্রমুখ।


দক্ষিণবঙ্গ স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ : ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান নিশ্চিত করার দাবিতে গতকাল বুধবার বিকাল ৩টায় মানববন্ধন কর্মসূচি পালন করে দক্ষিণবঙ্গ স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের ব্যানারে বেশ কয়েকটি সংগঠন। এতে যোগ দেয় বিজয়-৭১, খুলনা ব্লাড ব্যাংক, খুলনা ফুড ব্যাংক।
সংগঠনের নেতা মো. সালেহ উদ্দিন সবুজের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তৃতা করেন পশখ মো. দেলোয়ার হোসেন, শেখ মো. জাহাঙ্গীর আলম, শিক্ষক শাহ জিয়াউর রহমান স্বাধীন, কবি নুরুন্নাহার হীরা, নারীনেত্রী ইসরাত হীরা, সৌরভ গাইন, আসাদ শেখ, সুরভী লাইজু, কমলেশ বাছাড়, সেলিম মাহবুব, আল-আমিন হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ : সারাদেশে অব্যাহত নারী ধর্ষণের বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে বুধবার দ্বিতীয় দিনে খুলনা শিববাড়ী মোড়ে সকাল ১১টা থেকে বিকেল ৫টায় পর্যন্ত ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অবস্থান কর্মসূচি পালিত হয়। দিনব্যাপী বিভিন্ন প্রতিবাদী স্বতস্ফূর্ত স্লোগানে মুখোরিত থাকে শিববাড়ী চত্বর।
এতে সমর্থন জানিয়ে অংশগ্রহণ করেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের মধ্য থেকে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মোঃ মনিরুল ইসলাম, ফুলবাড়ী সরকারি বিদ্যালয়; শাহ জিয়াউর রহমান স্বাধীন, সিটি গার্লস কলেজ; প্রভাষক মনোতোষ রায়, ফকিরহাট। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী উত্তম রায়, সঞ্জিত মণ্ডল, সোমনাথ দে, জাকির হোসেন জুয়েল, আল আমিন শেখ, ঐশি জ্যোতি গোলদার, সৌমিত্র সৌরভ, কৃষ্ণেন্দু বাছাড়, জয় দাশ, সবুজ হোসেন, রাশেদ শেখ, হাফিব ঢালী, হুমায়ুন কবির, রুমি রহমান, সুপর্ণা সরকার, রফিক, শেখ সাইদ লিয়াসাদ, আবির প্রমুখ।
বাম গণতান্ত্রিক জোট : রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল চালু, আধুনিকায়নসহ ১৪ দফা দাবীতে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে গত ৫ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের উদ্দেশ্যে কার্যালয় অভিমুখে যাত্রাকালে বাধা, হামলা এবং সিলেট এমসি কলেজে ও নোয়াখালীর বেগমগঞ্জসহ সারাদেশে নারী ধর্ষণ, নির্যাতনের প্রতিবাদে গতকাল বিকেল ৫টায় পিকচার প্যালেস মোড়ে বাম গণতান্ত্রিক জোট খুলনা শাখার আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম জোটের জেলা সমন্বয়ক ও বাসদ জেলা সমন্বয়কারী জনার্দন দত্ত নাণ্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সিপিবি মহানগর সাধারণ সম্পাদক এড. বাবুল হাওলদার, মুনীর চৌধুরী সোহেল, মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, মোস্তফা খালিদ খসরু, আনিসুর রহমান মিঠু, কাজী দেলোয়ার হোসেন, আব্দুল করিম, এস এম চন্দন, সুতপা বেদজ্ঞ, আফজাল হোসেন রাজু, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, কোহিনুর আক্তার কতা প্রমুখ।
গণশিল্পী সংস্থা, খুলনা জেলা : দেশে অব্যাহত নারী ধর্ষণ, নির্যাতন ও নারীর সম্ভ্রমহানির প্রতিবাদে বাংলাদেশ গণশিল্পী সংস্থা, খুলনা জেলা কমিটির এক সভা গতকাল বুধবার বিকেল ৫টায় কবি দুখু বাঙালের সভাপতিত্বে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন গণশিল্পী সংস্থান অন্যতম কেন্দ্রীয় সহ-সভাপতি এড. মিনা মিজানুর রহমান, খুলনা বিভাগীয় সমন্বয়ক প্রভাষক গৌতম কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক প্রভাষক আশিষ কুমার মণ্ডল, অধ্যাপক শঙ্কর কুমার মল্লিক, অধ্যাপিকা অজান্তা হালদার, এম এম শেরআলী শেরবাগ, রহিমা পারভীন হেমা, কবি মোঃ ইমদাদ আলী, কবি এল কে টফি, জেসমিন জামান, ডি কে হালদার, নূরুন নাহার হিরা, বনানী ঘোষ, দীপক দত্ত, প্রভাষক উত্তম কুমার বিশ্বাস, অজয় দে, আরাফতি ইসলাম, সৈয়দ আবুল কালাম আজাদ, ছায়া দেবনাথ, নাজমুল সাদাত, আসমা আক্তার, অরূপ কুমার নাগ, সঞ্জয় কুমার মল্লিক, মৃত্যুঞ্জয় কুমার সরদার, মোঃ সাগর প্রমুখ।
সভায় আবৃত্তি ও প্রতিবাদী গণসঙ্গীত পরিবেশন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে নারীর সহিংসতার প্রতিবাদে আগামী ১২ অক্টোবর সোমবার বিকেল ৪টায় খুলনা ফেরীঘাট থেকে এক প্রতিবাদী মিছিলের কর্মসূচি গ্রহণ করা হয়।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *