ধর্ষণের পর অশ্লীল ছবি ইন্টারনেটে যুবক গ্রেপ্তার
দক্ষিণাঞ্চল ডেস্ক
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ধর্ষণের পর স্কুল ছাত্রীর অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সকালে কাশিয়ানী থানা পুলিশ পারুলিয়া গ্রামে বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে কাশিয়ানী থানার এসআই ফিরোজ আহমেদ মুন্সি জানান। গ্রেপ্তার রাজু আহমেদ (২৫) কাশিয়ানী উপজেলার পারুলিয়া গ্রামের আব্দুল হামিদ মৃধার ছেলে।
মামলার বরাতে এসআই ফিরোজ বলেন, রাজু স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে। এ সময় সে তার মোবাইল ফোনে মেয়েটির অশ্লীল ছবি তুলে রাখে এবং পরে তা ইন্টারেনেটে ছড়িয়ে দেয়।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে রোববার রাতে কাশিয়ানী থানায় পর্ণগ্রাফি ও ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ অভিযোন চালিয়ে রাজুকে গ্রেপ্তার ও মোবাইল ফোন জব্দ করে বলে জানান এসআই।