January 5, 2025
খেলাধুলা

দ্বিতীয় ম্যাচেই রাহির ৫ উইকেটের কীর্তি

 

 

ক্রীড়া ডেস্ক

ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে ম্যাচেই ৫ উইকেটের দেখা পেয়েছেন বাংলাদেশের পেসার আবু জায়েদ রাহি। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে নিজের নবম ও ইনিংসের ৪৯তম ওভারের চতুর্থ বলে আয়ারল্যান্ডের গ্যারি উইলসনকে আউট করে নিজের পঞ্চম শিকারটি করেন তিনি।

প্রায় চার বছর পর ওয়ানডেতে ৫ উইকেটের দেখা পেলেন কোনো বাংলাদেশি পেসার। সর্বশেষ ২০১৫ সালের জুনে ভারতের বিপক্ষে ঘরের মাঠে অভিষেকেই ৫ উইকেটের পরের ম্যাচেই ৬ উইকেটের দেখা পেয়েছিলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

অল্পের জন্য অভিষেকেই ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়া হয়নি রাহির। আগের ম্যাচে উইন্ডিজের বিপক্ষে একাদশে থাকলেও বল হাতে কোনো উইকেট পাননি। তবে বুধবার (১৫ মে) তার বোলিংয়েই আয়ারল্যান্ডকে তিনশ’র আগেই আটকে রাখতে সক্ষম হয় বাংলাদেশ।

বিশ্বকাপের স্কোয়াডে রাহি’র অন্তর্ভুক্তি নিয়ে কিছুদিন আগেই বিস্তর সমালোচনা হয়েছে। তার বদলে তাসকিনকে নেওয়ার গুঞ্জনও শোনা গিয়েছিল। অভিষেক ম্যাচে উইকেটশুন্য থাকার ফলে সেই গুঞ্জনের পালে হাওয়া লেগেছিল। কিন্তু আজকের ম্যাচে পারফর্ম করেই নিজের সামর্থ্যের প্রমাণ দিতে সক্ষম হয়েছেন ডানহাতি পেসার।

৯ ওভার বোলিং করে রাহির বোলিং ফিগার ৫৮/৫, ইকোনমি রেট ৬.৪৪। তার শিকার হয়ে ফিরেছেন আয়ারল্যান্ডের দুই টপ স্কোরার পল স্টার্লিং (১৩০) ও উইলিয়াম পোর্টারফিল্ড (৯৪)। এছাড়া অ্যান্ডি ব্যালবির্নি (২০), কেভিন ও’ব্রায়েন (৩) ও উইলসনের উইকেটও তার দখলেই গেছে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *