দৌলতপুরে ১২০ লিটার দেশীয় মদসহ তিনজন আটক
দ. প্রতিবেদক
খুলনার দৌলতপুরে ১২০ লিটার দেশীয় মদসহ তিনজনকে আটক করেছে র্যাব-৬। গত রবিবার রাতে দৌলতপুর কাঁচা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে নগরীর দৌলতপুর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।
আটকরা হলেন- নগরীর সদর থানাধীন রেলওয়ে হাসপাতাল রোডের মোঃ ফিরোজ মাতুব্বরের ছেলে মোঃ লাল চাঁন মাতুব্বর (২২), মাদারীপুরের আপাসি এলাকার মৃত মোসলেম খালাসির ছেলে মোঃ নান্নু খালাসি (৪৪) ও দৌলতপুর রেল গেট হেলালের বাগানের মোঃ হামিদ সিকদারের ছেলে মোঃ বশির সিকদার (৩০)।
র্যাব-৬ সূত্র জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর কাঁচা বাজার এলাকায় রেল লাইনের পাশে অভিযান পরিচালনা করেন। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় উপস্থিত সাক্ষিদের সামনে আটকদের দখল থেকে ১২০ লিটার অবৈধ দেশীয় তৈরী চোলাই মদ, ২টি সীমকার্ডসহ ২টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়