দোহায় ঝড়ে উড়ে গেলো করোনা হাসপাতাল!
মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বে যেমন ছড়িয়ে পড়েছে, একইসঙ্গে তেমনি প্রবল ঝড়-বৃষ্টিও বেড়েছে। প্রচণ্ড ঝড়-বৃষ্টির তাণ্ডবে শুক্রবার (১ মে) নাকাল হয়ে পড়েন কাতারবাসী। প্রবল ঝড়ে উড়ে গেছে দেশটির রাজধানীর দোহায় নির্মিত একটি করোনা হাসপাতাল!
শনিবার (২ মে) এ খবর জানিয়েছে নিউ আরব।
নিউ আরবের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির দোহা উত্তরে উম্মে সালাল এলাকায় খোলা মাঠে দুই সপ্তাহ আগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় একটি অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হয়। শুক্রবার প্রচণ্ড ঝড় শুরু হয়। পরে ওই হাসপাতালটির ছাদসহ অনেক যন্ত্রপাতিও উড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালের ছাদ উড়ে গিয়ে একটি গাড়ির ওপর পড়েছে। অনেকে হাসপাতাল থেকে নিরাপদ স্থানে ছুটছেন।
এ পর্যন্ত দেশটিতে ১৪ হাজার ৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। সুস্থ হয়েছে এক হাজার ৪৩৬ জন।