দেশে ফিরেছে নৌবাহিনী যুদ্ধজাহাজ ধলেশ্বরী
আইএসপিআর
সংযুক্ত আরব আমিরাত থেকে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘ধলেশ¡রী’ গতকাল দেশে ফিরে এসেছে ।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ১৪তম ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন (আইডিএক্স-২০১৯) ও ৫ম নেভি ডিফেন্স এক্সিবিশনে সফলভাবে অংশগ্রহণ শেষে গতকাল এ যুদ্ধজাহাজ দেশে পৌছেছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মোংলার নৌ জেটিতে মোংলা নৌ অঞ্চলের কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট, কমডোর এস এম মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। এসময় এ জাহাজে গমনকারী অফিসার ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম মহব্বত আলীর নেতৃত্বে বিভিন্ন পদবীর কর্মকর্তাসহ মোট ১৮৪ জন নৌসদস্য এই সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশের নৌবাহিনী জাহাজ, বিভিন্ন দেশের ১ হাজার ১০০টি নৌ সমরাস্ত্র কোম্পানী, নৌ পর্যবেক্ষক ও নৌ সমর বিশারদগণ অংশগ্রহণ করেন।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিটি কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের সাথে সামরিক সু-সম্পর্ক জোড়দার করতে এই প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
এ প্রদর্শনীতে অংশ গ্রহণের উদ্দেশ্যে জাহাজটি গত ২৪ জানুয়ারি মোংলার নৌ জেটি ত্যাগ করে।