January 20, 2025
জাতীয়

দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: শিল্প প্রতিমন্ত্রী

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, ‘যতদিন করোনা পরিস্থিতি থাকবে, ততদিন সরকারের মানবিক ত্রাণ সহায়তা কর্মসূচি চলবে।’

মঙ্গলবার (১২ মে) রাজধানীর মিরপুরে অসহায় দরিদ্রদের ত্রাণ সহায়তার জন্য কাফরুল থানায় তিনশ’ ব্যাগ খাদ্য দেওয়ার সময় তিনি একথা বলেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, আসন্ন ঈদুল ফিতরে আয়-রোজগারহীন অসহায় মানুষ যাতে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন, সে জন্য তাদের বিশেষ উপহার সামগ্রী দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি থেকে উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে। অর্থনীতির সব খাতের জন্য শেখ হাসিনা ঘোষিত প্রায় এক লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন প্রক্রিয়া এরইমধ্যে শুরু হয়েছে।’

তিনি এসময় প্রণোদনার অর্থের যেন কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

পরে শিল্প প্রতিমন্ত্রী পক্ষ থেকে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামানের কাছে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের তিনশ’ ব্যাগ হস্তান্তর করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *