November 24, 2024
বিনোদন জগৎ

দেশে কবে মুক্তি পাবে ‘ডানকি’?

বছরটা দান দান তিন দান দিয়ে শেষ করবেন শাহরুখ খান। এরইমধ্যে ‘পাঠান’ ও ‘জাওয়ান’ দিয়ে দুই দান শেষ করেছেন কিং খান। দুই বারই সফল। এবার শেষ দান তথা ‘ডানকি’র অপেক্ষায় অনুরাগীরা।

নতুন খবর, ‘পাঠান’ ও ‘জাওয়ান’ বাংলাদেশের হলে বসেই দেখার সুযোগ মিলেছে এসআরকে ফ্যানদের। ‘পাঠানে’র ক্ষেত্রে দেরি হলেও একইদিনে দেখেছেন ‘জাওয়ান’। জানা গেল, মুক্তির দিনই বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘ডানকি’।

তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়। প্রক্রিয়াধীন বলে জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ ও ‘কিবরিয়া ফিল্মস’। কিবরিয়া ফিল্মসের কর্ণধার কামাল কিবরিয়া লিপু বলেন, ‘‘ডানকি’ মুক্তি পাওয়ার সম্ভবনা রয়েছে। আমরা চেষ্টা করছি সিনেমাটি আনার। তবে এখনও চূড়ান্ত নয়। আপাতত ‘মানুষ’ মুক্তি পেতে যাচ্ছে, সেটি নিয়েই ব্যস্ততা।’’

কিবরিয়া লিপু আরও বলেন, ‘‘সব ঠিক থাকলে হয়তো আগামী রোববারই ‘ডানকি’ সেন্সরে জমা দিতে পারব। আমরা সারা বিশ্বের সঙ্গে একই দিনে ছবিটি বাংলাদেশে মুক্তি দিতে চাই।’’

এদিকে ‘অ্যাকশন কাট’-এর কর্ণধার অনন্য মামুনের আজ মুম্বাই যাওয়ার কথা। জানা গেছে, ‘ডানকি’আনার প্রক্রিয়া এগিয়ে নিতেই তার এই মুম্বাই যাত্রা।

‘ডানকি’র পরিচালক রাজকুমার হিরানী চলচ্চিত্র। এতে শাহরুখের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন তাপসী পান্নু। আরও অভিনয় করেছেন বোমান ইরানি। আগামী ২১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

শেয়ার করুন: