May 19, 2024
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

জোট-ভোটে থাকতে চায় জাপা, ১৭ ডিসেম্বর সব পরিষ্কার হবে: কাদের

জাতীয় পার্টির নির্বাচনে আসা নিয়ে শঙ্কা থাকতে পারে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টি জোটে ও নির্বাচনে অংশ নিতে চায়। গতকাল জাতীয় পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে। সিদ্ধান্তের জন্য ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেদিন সব পরিষ্কার হয়ে যাবে।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টি জোটে থাকতে চায়, নির্বাচন করতে চায়। তারা বলেনি সরে যাবে। শঙ্কা, আশঙ্কা থাকতে পারে। আমরা এ ব্যাপারে নিশ্চিত হতে চাই। ১৭ তারিখ সব পরিষ্কার হয়ে যাবে। সে পর্যন্ত আমরা অপেক্ষা করি।

‘এখানে নতুন অভিজ্ঞতা এসেছে বাস্তবতার মুখোমুখি হওয়ার। গণতন্ত্রে এটা আরেকটা নতুন অভিজ্ঞতা। সে অভিজ্ঞতা কাজে লাগাতে হলে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ নিয়ে অস্থিরতার কোনো কারণ নেই।’-বলেন সেতুমন্ত্রী।

স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে করা এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হওয়ার কোনো সুযোগ আমরা রাখি নাই। স্বতন্ত্র প্রার্থীরা আছে। অন্যান্য দলও আছে। এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। শেখ হাসিনার এলাকায় চারজন, আমার এলাকায় চারজন। সবার এলাকায় আছে। এ নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই।

এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: