September 21, 2024
আঞ্চলিকলেটেস্টশিক্ষা

দেশের সাংবাদিক সংগঠনগুলোর ভালোবাসায় সিক্ত খুবিসাস

খুবি প্রতিনিধি : বর্তমান করোনা মহামারীসহ জাতির সকল ক্রান্তিকাল মোকাবেলায় যে কয়েকটি পেশা সম্মুখ সমরে নিয়োজিত থাকে সাংবাদিকতা তার মধ্যে অন্যতম। সেই চেতনা ও আদর্শকে ধারণ করে বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ উপস্থাপন এবং ক্যাম্পাসে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। অভিষিক্ত নতুন কমিটি ইতিমধ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক সাংবাদিক সংগঠন থেকে অভিনন্দন বার্তা পেয়েছে। সেই সাথে শিক্ষার্থীসংশ্লিষ্ট জাতীয় পর্যায়ের বিভিন্ন সাংবাদিক সংগঠন থেকে খুবিসাস আন্তরিক অভিবাদনে সিক্ত হয়েছে। অভিনন্দন বার্তায় এসব সংগঠন দেশের সকল ক্যাম্পাস সাংবাদিক সংগঠনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উপযুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন।

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোটার্স ইউনিটি, ঢাকা কলেজ সাংবাদিক সমিতি, সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি, কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি, স্টেট ইউনিভার্সিটি অব জার্নালিজম এসোশিয়েশন (সুজা), স্ট্যাম্পফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কমিউনিকেশন ক্লাব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বিজেএসসি বরিশাল বিশ্ববিদ্যালয় সংসদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ইসলামিক বিশ্ববিদ্যালয় রিপোটার্স ইউনিটি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি খুবিসাসকে অভিনন্দন জানিয়েছে। এছাড়া বাংলাদেশ ক্যাম্পাস জার্নালিস্ট ফেডারেশনের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্ট কাউন্সিল (বিজেএসসি) সভাপতি খুবিসাসকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও শুভেচ্ছা জানিয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *