দেশের নেতৃত্ব দিতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে : এমপি নারায়ণ চন্দ্র
ফুলতলার জামিরায় যুবলীগের সম্মেলন
ফুলতলা প্রতিনিধি
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, আগামী দিনে দেশের নেতৃত্ব দিতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। মাদক, সন্ত্রাস, দূর্নীতিমুক্ত যুব সমাজ গঠনে সৎ ও যোগ্য নেতাদের মূল্যায়ন করলে দক্ষ নেতৃত্ব গড়া সম্ভব। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে করোনা সংকট মোকাবেলা করে দেশ এগিয়ে যাচ্ছে। এ ধারাবাহিতা অব্যাহত রাখতে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। গতকাল বিকালে জামিরা বাজার পিপরাইল সিদ্দিকিয়া ফাযিল মাদ্রাসা মাঠে ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জামিরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি বিএমএ সালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, জেলা আ’লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন।
আরও বক্তৃতা করেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এস মৃনাল হাজরা ও আবু তাহের রিপন, প্রধান শিক্ষক মোশাররফ হোসেন মোড়ল, সরদার জাকির হোসেন, আসাদুজ্জামান রিয়াজ, জলিল তালুকদার, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, ইসমাইল হোসেন বাবলু, শাহাদাৎ বিশ্বাস, এসকে আলী ইয়াসিন, ইউপি সদস্য শাহিদা ইসলাম নয়ন, এসকে সাদ্দাম হোসেন প্রমুখ।