May 3, 2024
খেলাধুলা

দেশের দ্রুততম মানব হাসান, মানবী শিরিন

দক্ষিণাঞ্চল ডেস্ক

দেশের দ্রুততম মানবের খেতাব পুনরুদ্ধার করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর হাসান মিয়া এবং দ্রুততম মানবীর খেতাব ধরে রেখেছেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৫ তম জাতীয় সামার অ্যাথলেটিকসে পুরুষদের ১০০ মিটার ¯িপ্রন্টে হাসান মিয়া ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে ফিরিয়ে এনেছেন শ্রেষ্ঠত্বের মুকুট। আর শিরিন আক্তার মেয়েদের ১০০ মিটার ¯িপ্রন্টে ১২.২০ সেকেন্ড সময় নিয়ে নবমবারের মতো হয়েছেন দেশসেরা।

হাসান মিয়া গত বছর সামারে মেজবাহ আহমেদকে হটিয়ে প্রথমবারের মতো দেশের দ্রুততম মানব হয়েছিলেন। তবে এ বছরের জানুয়ারিতে তিনি জাতীয় চ্যাম্পিয়নশিপে খেতাব হারিয়েছিলেন বাংলাদেশ নৌবাহিনীর এম ইসমাইলের কাছে। সেই ইসমাইলকে হারিয়েই তিনি বসলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজার আসনে।

গত বছর হাসান যখন দেশের দ্রুততম মানব হয়েছিলেন, তখন তিনি ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র। গত জাতীয় চ্যাম্পিয়নশিপেও তিনি বিকেএসপির জার্সিতে দৌড়িয়ে দ্বিতীয় হয়েছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েই তিনি ফিরিয়ে আনলেন তার হারানো শ্রেষ্ঠত্ব।

দেশসেরা হয়ে দুইজনই আগামী সাউথ এশিয়ান গেমসে নিজেদের সেরা টাইমিং করার চেষ্টা করবেন বলে প্রত্যাশা করেছেন। ‘আমি যদি এসএ গেমসে নিজের সেরা টাইমিং করতে পারি তাহলে অবশ্যই একটা পদক পাবো। আমার লক্ষ্য এখন সেটাই’-বলেছেন শিরিন আক্তার।

২০১৮ সালের বাংলাদেশ যুব গেমসে ১০০ মিটারে স্বর্ণজয়ী এবং দুইবারের দ্রুততম মানব হাসান মিয়া বলেছেন, ‘আমি ক্যারিয়ারসেরা টাইমিং করতে চাই এসএ গেমসে। আর সেরা টাইমিং হলেও যদি পদক না পাই, সেটাতো দুঃখজনক হবে।’

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *