May 19, 2024
খেলাধুলা

দুর্নীতির দায়ে নিষিদ্ধ আরও এক লঙ্কান ক্রিকেটার

শ্রীলঙ্কার সাবেক বাঁহাতি পেসার নুয়ান জয়সাকে দুর্নীতির দায়ে সবধরনের ক্রিকেট থেকে ছয় বছরের জন্য নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। গত বছরের নভেম্বরে তিনটি ভিন্ন অপরাধে দোষী প্রমাণিত হয়েছিলেন তিনি।

গত পাঁচ বছরের মধ্যে শ্রীলঙ্কার তৃতীয় ক্রিকেটার হিসেবে দুর্নীতির দায়ে নিষিদ্ধ হলেন জয়সা। তার আগে ২০১৬ সালে অফস্পিনার জয়ানন্দ ওয়ার্নাবিরা এবং ২০১৯ সালে সনাৎ জয়াসুরিয়াকে নিষিদ্ধ করেছিল আইসিসির এন্টি করাপশন ইউনিট।

২০২১ সালের এপ্রিলে এসে ছয় বছরের নিষেধাজ্ঞার কথা জানানো হলেও, জয়সার শাস্তি কার্যকর হবে ২০১৮ সালের ৩১ নভেম্বর থেকে। তখন থেকেই সাময়িক নিষেধাজ্ঞায় ছিলেন তিনি। আইসিসির তিনটি অপরাধ ছাড়াও আমিরাতে টি-টেন লিগেও তিনটি অপরাধে অভিযুক্ত তিনি। এর বিচারকার্য এখনও চলমান।

আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘শ্রীলঙ্কার হয়ে ১২৫ ম্যাচ খেলা নুয়ান জয়সা, নিজের দশ বছরের ক্যারিয়ারে একাধিক এন্টি করাপশন সেশনে অংশ নিয়েছে। জাতীয় দলের কোচ হিসেবে তার উচিত ছিল রোল মডেল হিসেবে কাজ করা। কিন্তু সে নিজেই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *