May 19, 2024
খেলাধুলা

দুবাই এয়ারপোর্ট ব্যবস্থাপনায় বিরক্ত টাইগাররা

দুবাই এয়ারপোর্টে বাংলাদেশি ক্রিকেটারদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। বহন করতে হয়েছে নিজের লাগেজ।

ক্রিকেটারদের সঙ্গে অন্য সাধারণ যাত্রীদের মধ্যে ছিল না সামাজিক দূরত্ব। এতে বিরক্ত টিম টাইগার।

শুক্রবার (২২ অক্টোবর) ওমান পর্ব শেষ করে দুবাই এয়ারপোর্টে পৌঁছালে টাইগারদের সঙ্গে এমন ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টায় টিম টাইগার ওমান পর্ব শেষ করে দুবাই এয়ারপোর্টে পৌঁছায়। সেখানে ইমিগ্রেশনে তাদের জৈব-সুরক্ষা বলয় নিয়ে ঝামেলা হয়। এয়ারপোর্টে অন্যান্য সাধারণ যাত্রীদের সঙ্গে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। লাগেজ সংগ্রহ করা থেকে নিজের লাগেজ বহন করতে হয়েছে নিজেদেরই। এত বিরক্ত হয়েছেন টিম টাইগাররা।

শনিবার (২৩ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ব্যাট-বলের যুদ্ধ শুরু হচ্ছে। সেই সঙ্গে শুরু হচ্ছে বিশ্বকাপের আসল আমেজ। প্রথম দিনই মাঠে নামছে চার দল। প্রথম ম্যাচে খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এছাড়া দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন উইন্ডিজ আর ইংল্যান্ড।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

উইন্ডিজ আর ইংল্যান্ডের মধ্যেকার ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *