April 25, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্টশীর্ষ সংবাদ

‘দুঃসময়ের কর্মীদের ফিরিয়ে এনে যুবলীগকে শক্তিশালী করতে হবে’

খুলনা নগর যুবলীগের মতবিনিময় সভায় কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বদিউল আলম

খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক মুহম্মদ বদিউল আলম বলেন, আমাদের দলের খারাপ সময়ে জীবনের ঝুঁকি নেওয়া কর্মীরা অনেকেই আজ পাশে নাই। এই সকল কর্মীরা অন্য দলে যোগদান করেনি। এদের পুনরায় দলে ফিরিয়ে এনে দলকে উজ্জীবিত করতে হবে।
তিনি আরও বলেন, আমরা একটি মহামারী পার করছি। এই মহামারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এর নেতৃত্বে আমরা অসহায় এর পাশে রয়েছি। আমরা ইতিমধ্যে অক্সিজেন ব্যাংক চালু করেছি, আমরা টেলিস্বাস্থ্যসেবা চালু করেছি, খাদ্য সামগ্রী, চিকিৎসা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছি। এ কারণেই যুবলীগ আজ মানবিক যুবলীগে পরিণত হয়েছে। মানবিক কার্যক্রমের পাশাপাশি আমাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গতকাল বুধবার দুপুরে খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ। সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন যুবলীগের সহ-সম্পাদক মোহাম্মদ মাইদুল ইসলাম, নির্বাহী সদস্য অধ্যাপক জাহাঙ্গীর আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, নগর যুবলীগের সদস্য রোজী ইসলাম নদী, আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমিন উকিল, কাজী কামাল হোসেন, শওকত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, জুয়েল হাসান দিপু, সাজ্জাদুর রহমান লিংকন, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী মোড়ল, কে এম শাহিন হাসান, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম, অভিজিৎ পাল, পিরোজপুর সদর থানা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব প্রমুখ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *