May 8, 2024
জাতীয়

দিনে লেখা নিষেধ, খ্রিস্টান ২৮ শিক্ষার্থী পরীক্ষা দিল রাতে

দক্ষিণাঞ্চল ডেস্ক

সূর্যের ডোবার আগে ‘লেখা নিষেধ হওয়ায়’ গোপালগঞ্জের মুকসুদপুরে খ্রিস্টান স¤প্রদায়ের ২৮ জন এসএসসি পরীক্ষার্থী রাতে পরীক্ষা দিচ্ছে। এরা মুকসুদপুর উপজেলার জলিরপাড় কেলগ মুখার্জী সেমিনারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। শনিবার রাতে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধর্ম পরীক্ষা দেয় তারা।

জলিরপাড় কেলগমুখার্জী সেমিনারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন শ্যামল হালদার বলেন, খ্রিস্টান ধর্মীয় বিধানমতে সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট মÐলীর ভক্তদের শনিবার দিনের বেলায় লেখা নিষেধ।

তাই বোর্ডের অনুমতি নিয়ে মুকসুদপুর উপজেলার জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ধর্ম পরীক্ষা দেয় বলে জানান তিনি।

খ্রিস্টান ধর্মাবলম্বী পরীক্ষার্থীরা জানায়, ধর্মীয় বিধান অনুসারে শনিবার দিনের বেলায় কোন কিছু লেখা নিষেধ রয়েছে। তাই বোর্ডের অনুমতিক্রমে শনিবার রাতে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পায়।

মুকসুদপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহাদৎ হোসেন মোল্লা বলেন, খ্রিস্টান ধর্মের বিধান মতে তাদের রাতে পরীক্ষা গ্রহণের জন্য বোর্ডের নির্দেশে সব ধরনের ব্যবস্থা করা হয়। সেখানে নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্র সচিব মিনতি বৈদ্য বলেন, ২৯ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু এক ছাত্রী অনুপস্থিত থাকায় ২৮ জন অংশ নেয়। আগামী ২২ ফেব্রæয়ারির হিসাব বিজ্ঞান পরীক্ষাও রাতে নেওয়া হবে বলে তিনি জানান।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *