December 21, 2024
জাতীয়

দিনাজপুরে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণে দুইজন গ্রেপ্তার

দক্ষিণাঞ্চল ডেস্ক

দিনাজপুরে স্কুলছাত্রীকে ‘দলবেঁধে ধর্ষণে’ জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সদর উপজেলার সুন্দরা মাঝাপাড়া গ্রাম থেকে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে। গ্রেপ্তাররা হলেন মোকছেদুল ইসলাম টুকলু ও মাসুদ রানা। এদের মধ্যে মাসুদ রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প অধিনায়ক মেজর ইমরান বলেন, কোতোয়ালি থানায় ১৮ ডিসেম্বর দায়ের করা ধর্ষণ মামলার আসামি হলেন মোকছেদুল ইসলাম টুকলু ও মাসুদ রানা। শুক্রবার রাতে মঙ্গলা প্রাইমারী স্কুল মাঠ থেকে র‌্যাব সদস্যরা তাদের আটক করেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তাররা র‌্যাবের কাছে ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে এই র‌্যাব কর্মকর্তা জানান।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, পুলিশ শনিবার বিকালে তাদের মুখ্য বিচারিক হাকিম আদালতে সোপর্দ কিরেছে। আসামি মাসুদ রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের রাত সাড়ে ৯টার দিকে নিজ স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মাঝাপাড়া গ্রামে আলতাফের দোকানের কাছে এলে কয়েকজন যুবক মেয়েটিকে তুলে নিয়ে মঙ্গলাবাজারে পাঠানপাড়া পুকুর পাড়ে নিয়ে নিয়ে হাত-মুখ বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মোকছেদুলসহ অজ্ঞাত আরও দুই জনকে আসামি করে ১৮ ডিসেম্ববর রাতে মামলা করেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *