December 21, 2024
জাতীয়

দিনাজপুরে বন্দুকযুদ্ধে ১১ মামলার আসামি নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কথিত বন্দুকযদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি ১১ মামলার আসামি বলে দাবি করছে পুলিশ। হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে গতকাল শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে গোলাগুলির ওই ঘটনা ঘটে।

নিহত কহিদুল ইসলাম (৪২) হামিপুর উপজেলার নশিপুর গ্রামের সালামত প্রধানের ছেলে। পুলিশের ভাষ্য, কহিদুলের বিরুদ্ধে খুন, ছিনতাই, ডাকাতিসহ ১১টি মামলা রয়েছে।

ওসি বলেন, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পাল্টা গুলি করে পুলিশও। এ সময় কহিদুল ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় দুই পুলিশ গুলিবিদ্ধ হয়েছেন এবং ঘটনাস্থল থেকে একটি পাইপগান, গুলির খোসা ও ধারাল অস্ত্র উদ্ধারের খবরও জানিয়েছেন ওসি।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *