দিনাজপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রি, একজন আটক
দক্ষিণাঞ্চল ডেস্ক
দিনাজপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের কাজিপাড়া গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে। আটক রায়হান ওই গ্রামের আব্দুল গণির ছেলে। অপর দুইজন পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিরল থানার ওসি গোলাম রসুল বলেন, শুক্রবার সকালে বিরলের কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ও একই গ্রামের আব্দুল গণির ছেলে আব্দুল কাইয়ুম একটি ঘোড়া জবাই করেন। এরপর নিজেরা ওই ঘোড়ার কিছু মাংস রেখে বাকি মাংস দুইশ টাকা কেজি দরে বিক্রি করেন।
ওসি বলেন, ঘোড়া জবাইয়ের খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ রায়হানকে আটক করে। এ ঘটনার হোতা শফিকুল ইসলাম ও আব্দুল কাইয়ুম পলাতক রয়েছেন বলে ওসি জানান।