দামুড়হুদায় ট্রাকচাপায় নির্মাণ শ্রমিক নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রাকচাপায় জিয়ারুল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তুহিন আলী নামে এক করিমন (শ্যালো ইঞ্জিনচালিত) চালক। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার দলকা ল²ীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জিয়ারুল ইসলাম একই উপজেলার বিঞ্চুপুর গ্রামের বাক্কা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে কাজ শেষে বাড়ি ফিরছিলেন জিয়ারুল। এসময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি পালানোর সময় একটি করিমনকে ধাক্কা দিলে আহত হয় এর চালক তুহিন আলী। পরে ট্রাক ও এর চালককে আটক করে পুলিশ।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আটক করা হয়েছে চালকসহ ট্রাক। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।