April 24, 2024
আঞ্চলিক

দাকোপে মাঠ দিবস পালিত।

দাকোপ প্রতিনিধি

বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট গবেষনা বিভাগের আয়োজনে দাকোপে উপকূলীয লবনাক্ত এলাকায় গবেষনা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তি সমূহের উপযোগীতা যাচাইয়ের উপর কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার বেলা ১১ টায় উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের মশামারী গ্রামে প্রদর্শনী খামার মাঠ প্রাঙ্গনে খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মর্কতা ড.মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তৃতা করেন গাজীপুর মূখ্য বৈজ্ঞানিক  কর্মকর্তা কৃষিতত্ত¡ বিভাগ ড. রীনা রানী সাহা। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পঙ্কজ কান্তি মজুমদার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আবুল খায়ের, খুলনার উদ্ধর্তন বৈজ্ঞানিক ড.মোঃ মোশারেফ হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান,বৈজ্ঞানিক কর্মকর্তা ড.খোকন কুমার সরকার,দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল। উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক মুস্তাদা কামাল শাহাদাৎ,সূবর্ণ কুন্ড.স্থানীয় কৃষক দীলিপ কুমার হালদার, ভবেন্দ্র নাথ মন্ডল, কৃষাণী পাপিয়া সরদার প্রমুখ। বক্তৃরা বলেন, শস্যের নিবিড়তা বৃদ্ধিতে বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউট উদ্ভাবিত উপকূলীয় লবনাক্ত এলাকায় বিভিন্ন জাত ও প্রযুক্তি উপর এ মাঠ দিবস। এখানে বিনাচাষে আলু.গম,ভুট্রা, সূর্যমুখী,পালং শাক, টমেটো,বার্লিন নিয়ে গবেষনা করে ভাল সফল উৎপাদন করা সম্ভব হচ্ছে। এ প্রকল্পটি বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট,খুলনা বিশ্ববিদ্যালয় ইনষ্টিটিউট অব ক্রপ মডেলিং ও অস্টোলিয়ার এসিআইএআর অর্থায়নে এ প্রকল্প পরিচালিত হচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *