January 20, 2025
আঞ্চলিকলেটেস্ট

দাকোপে নিখোঁজ ব্যক্তির গলিত লাশ উদ্ধার

দ. প্রতিবেদক
খুলনার দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের শিবচর বিলে রবেন মন্ডল (৪৮) নামের এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রবেন মন্ডল স্থানীয় শিবচর গ্রামের মৃত প্রাণকৃষ্ণ মন্ডলের পুত্র।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেকেন্দার আলী বলেন, নিহতের মরদেহ পঁচে গলে গেছে। কোন ক্ষতচিহ্ন বোঝা যাচ্ছে না। গলিত লাশ উদ্ধার করে খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহত রবেন মন্ডল গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন জানিয়েছে, তার ব্রেনে সমস্যা ছিল। এর আগেও এভাবে একাধিকবার নিরুদ্দেশ হয়ে গেছিল রবেন মন্ডল। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হবে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *