দশ বছর পর আবারো জুটি বাঁধছেন আমির-কারিনা!
১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত টম হ্যাঙ্কসের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক হতে যাচ্ছে ‘লাল সিং চাড্ডা’। এতে অভিনয় করবেন বলিউড সুপারস্টার আমির খান। আর সিনেমাতে তার সঙ্গে ১০ বছর পর আবারো জুটি বাঁধতে দেখা যেতে পারে অভিনেত্রী কারিনা কাপুর খানকে!
সিনেমাটি সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, ‘আমির খান চান সিনেমাটিতে তার সঙ্গে কারিনা অভিনয় করুক। যদিও ‘আংরেজি মিডিয়াম’ সিনেমার শুটিংয়ের জন্য কারিনা এখন লন্ডনে অবস্থান করছেন, এটি চলবে আগস্ট পর্যন্ত। তবে আগামী মাসে স্বল্প সময়ের জন্য একটি টিভি অনুষ্ঠানে অংশ নিতে মুম্বাই ফিরবেন তিনি। তখন কারিনার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হবে।’
২০০৯ সালে সর্বশেষ ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় শেষবার আমির খান ও কারিনা কাপুর খানকে জুটি বাঁধতে দেখা যায়।
কমেডি ড্রামা ‘ফরেস্ট গাম্প’র প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস। মুক্তির পর সিনেমাটি বেশ কয়েকটি ক্যাটাগরিতে একাডেমি অ্যাওয়ার্ড জিতে নিয়েছিল। সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অ্যাডপটেড স্ক্রিনপ্লে, সেরা ভিজুয়াল এফেক্ট এবং সেরা ফিল্ম এডিটিংয়ের পুরস্কার ছিল সিনেমাটির ঝুলিতে।
চলতি বছরের অক্টোবরে অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’র শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।