দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আলোর ছোয়া’র শিক্ষা উপকরণ বিতরণ
খবর বিজ্ঞপ্তি
আলোর ছায়া বাংলাদেশ (অঈই) কর্তৃক আয়োজিত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ কর্মসূচি পালন করা হয়েছে। ২০নং ওয়ার্ড ৯৪নং বাঙ্গালী শিশু একাডেমী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোর ছায়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু। বিশেষ অতিথি ছিলেন ২০নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এস এম মুক্তা সরদার, ১৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবু ও ২০নং ওয়ার্ড যুবলীগ নেতা শরিফুল ইসলাম। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তালুকদার ইকরামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেখ আমানুলাহ আমান, সাধারণ সম্পাদক আবুল হাসেম, যুগ্ম সাধারণ সম্পাদকমোঃ শফিকুল ইসলাম শাওন, সাংগঠনিক সম্পাদক শাহ্ নেওয়াজ আলম ও রবিউল ইসলাম।