April 16, 2024
আঞ্চলিক

অর্থ আত্মসাতে কেসিসি কর্মকর্তা আমিরুলের ৫ বছরের কারাদণ্ড

দ: প্রতিবেদক

অর্থ আত্মসাতের দায়ে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সম্পত্তি শাখার দায়িত্বপ্রাপ্ত আমিরুল ইসলামকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৯ লাখ ২৫ হাজার ৪৫৩ টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

গতকাল সোমবার দুপুরে খুলনার বিভাগীয় স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এস এম আবদুস ছালাম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট সেলিম আল আজাদ ও আসামি পক্ষের আব্দুল মালেক।

বিভাগীয় স্পেশাল ট্রাইব্যুনালের পিপি সেলিম আল আজাদ জানান, কেসিসির প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় ২০১০ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) চার্জশিট দেয়। এ মামলাটির বিচার শেষে বিচারক এ রায় দেন। রায়ে আসামি আমিরুল ইসলামকে ৫ বছরের কারাদণ্ডাদেশ ও ৯ লাখ ২৫ হাজার ৪৫৩ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, কেসিসির তৎকালীন রাজস্ব কর্মকর্তা এসকেএস তাছাদুজ্জামান ২০০৯ সালের ১৭ মার্চ বাদী হয়ে সম্পত্তি শাখার দায়িত্বপ্রাপ্ত আমিরুল ইসলামের নামে প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, ২০০৭ সালের ১ নভেম্বর থেকে ২০০৯ সালের ১৮ ফেব্র“য়ারি পর্যন্ত সময়ে তিনি এ অর্থ আত্মসাৎ করেছেন। পরবর্তীতে মামলাটি তদন্তের জন্য দুদকে পাঠানো হয়। দুদকের উপ সহকারী পরিচালক আমিনুল ইসলাম তদন্ত শেষে ২০১০ সালের ২৪ ফেব্র“য়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার শুনানি শেষে আদালত সোমবার এই রায় ঘোষণা করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *