December 21, 2024
আঞ্চলিকলেটেস্ট

থালা হাতে খুলনা-যশোর অঞ্চলের পাটকল শ্রমিকদের ভূখা মিছিল

১১ দফা বাস্তবায়নের দাবি

 

দ: প্রতিবেদক

১১ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা-যশোর অঞ্চলের ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা রাজপথে ভূখা মিছিল করেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় মিলের উৎপাদন বন্ধ রেখে পাটকলের প্রায় অর্ধলাখ শ্রমিক ৬ দিনের আন্দোলনের ১ম দিনে এ কর্মসূচি পালন করে।

পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরী-বেতন পরিশোধ, মজুরী কমিশন কার্যকর ও প্রতি সপ্তাহের মজুরী প্রতি সপ্তাহে প্রদানসহ ১১ দফা দাবীতে গত ১৭ নভেম্বর ৬ দিনের কর্মসূচির ডাক দেয় রাষ্ট্রায়ত্ত পাটকলের সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ।

কর্মসূচির ১ম দিনে গতকাল সোমবার সকাল ১০টায় খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, দৌলতপুর, খালিশপুর, স্টার, আলীম, ইষ্টার্ণ, যশোরের কার্পেটিং ও জেজেআই জুট মিলের শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে না গিয়ে স্ব স্ব মিল গেটে সমবেত হয়। সেখানে শ্রমিকরা পৃথকভাবে মূল ফটকের সামনে থালা হাতে নিয়ে বিক্ষোভ করে। পরে স্ব স্ব মিল থেকে রাজপথে ভূখা মিছিলে অংশ নেয়।

কর্মসূচি চলাকালে পৃথকভাবে মিল গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক সমাবেশে বক্তৃতা করেন রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহবায়ক আব্দুল হামিদ সরদার, যুগ্ম আহবায়ক মোঃ মুরাদ হোসেন, প্লাটিনাম মিলের সিবিএ সভাপতি শাহানা সারমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন  কবির খান, খালিশপুর জুট মিল সিবিএর সভাপতি আবু দাউদ দ্বীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক ইব্রাহীম শেখ, শ্রমিক নেতা কাওসার আলী মৃধা, মোঃ খলিলুর রহমান, মনিরুল ইসলাম শিকদার, আবু হানিফ, মোঃ তরিকুল ইসলাম, মিজানুর রহমান, মিন্টু মিয়াসহ সিবিএ-নন সিবিএ নেতারা। সমাবেশে বক্তারা অবিলম্বে শ্রমিকদের ৯ দফা বাস্তবায়নের জন্য বিজেএমসি কর্তৃপক্ষের কাছে জোর আহবান জানান।

আটরা শিল্পাঞ্চলের প্রতিনিধি জানান, গতকাল সোমবার সকাল ১০টায় খুলনার আটরা শিল্পাঞ্চলের আলীম ও ইষ্টার্ণ জুট মিলের শ্রমিকরা যৌথ ভাবে রাজপথে ভূখা মিছিল বের করে। স্ব-স্ব মিলের শ্রমিকরা থালা হাতে নিয়ে বের হয়ে খুলনা যশোর মহাসড়কের মিছিল সহকারে একত্রিত হয়ে শিল্পাঞ্চলের বাইপাস, আলীম ও ইষ্টার্ণগেটসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইষ্টার্ণ জুট মিল গেটে এসে সভা অনুষ্ঠিত হয়।

ইষ্টার্ণ জুট মিলের সিবিএ’র সভাপতি মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তৃতা করেন আলীম জুট মিলের সিবিএ সভাপতি মোঃ সাইফুল ইসলাম লিটু, ইষ্টার্ণ জুট মিলের সাধারণ সম্পাদক ইউসুফ গাজী, আব্দুল হক মহলদার, আঃ সালাম, মোঃ আলম, হাফিজুর রহমান, নজরুল ইসলাম, আলতাফ হোসেন, বদরউদ্দিন বিশ্বাস. মকবুল হোসেন, ফিরোজ সরদার, আলমগীর হোসেন, আফসার সরদার, ইউসুফ গাজী, ইজদান আলী, নাজমুল সরদার, ইদ্রিস আলী, লিয়াকত হোসেন প্রমুখ।

একই দাবিতে আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্ব স্ব মিল গেটে প্রতীকী অনশন, ২ ডিসেম্বর ২৪ ঘন্টা ধর্মঘটের সমর্থনে রাজপথে বিক্ষোভ মিছিল, ৩ ডিসেম্বর ভোর ৬টা থেকে ৪ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা মিল ধর্মঘট ও বিকাল ৪টায় স্ব স্ব মিল গেটে শ্রমিক সমাবেশ, ৮ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় গেট সভা, ৮ ডিসেম্বর সকাল ৮ থেকে অমরন অনশন কর্মসূচী পালন করবে বিজেএমসির রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকরা।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *