May 4, 2024
খেলাধুলা

ত্রিদেশীয় সিরিজে সবার আগে ফাইনালে বাংলাদেশের যুবারা

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ড ও ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল নিয়ে চলা ত্রিদেশীয় সিরিজে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। ইংল্যান্ডকে তৃতীয়বারের মতো হারিয়েই ফাইনালে পৌঁছেছে হৃদয়-আকবররা।

বোলারদের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ৭২ রানে ইংল্যান্ডকে হারায় বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করে বাংলাদেশের যুবারা। ওপেনার তানজিদ হাসানের ১১৭ রানের আগধারণ এক ইনিংস খেললেও বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ হন। বাকিদের মধ্যে উলে­খ করার মতো ৪১ রান করেন মাহমুদুল হাসান জয় ও ৩১ রান করেন তৌহিদ হৃদয়।

তবে কম পুঁজি হলেও বোলারদের আক্রমণে মাত্র ৩৯ ওভারে ১৫২ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান নেন ৩টি করে উইকেট। দুটি করে নেন শাহীন আলম ও মৃত্যুঞ্জয় চৌধুরী। এই জয়ের ফলে ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। এটি তাদের চতুর্থ জয়। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পরেই আছে ভারত। ২ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে ইংল্যান্ড।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *