ত্রাণের অর্থ আত্মসাত: কয়রায় দুই ইউপি সদস্য সাময়িক বহিস্কার
দ. প্রতিবেদক
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ২৫০০ টাকা নিজেদের মোবাইল নাম্বর ব্যবহার করে আত্মসাতের অভিযোগে খুলনার কয়রা উপজেলার দুই ইউপি সদস্যকে (মেম্বার) বহিস্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত পত্রে তাদের অস্থায়ী বহিস্কার করা হয়। একই সাথে তাদেরকে কেন স্থায়ী বহিস্কার করা হবে না তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে জানতে চাওয়া হয়েছে। বহিস্কৃতরা হলেন, কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য মো: হাবুবুল্লাহ ও ৭-৮-৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোছা শেফালী বেগম।
স্থানীয় সরকার বিভাগের ওইপত্রে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ২৫০০ টাকা উপভোগকারীদের অনুমতি ব্যতিত নিজেদের মোবাইল নাম্বর ব্যবহার করে টাকা আত্মসাতের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমানিত হওয়ায় জেলা প্রশাসকের প্রস্তাব মোতাবেক তাদেরকে জনস্বার্থে সাময়িক বহিস্কার করা হয়েছে। একই সাথে স্থানীয় সরকার আইন মোতাবেক তাদেরকে কেন স্থায়ী বহিস্কার করা হবে না তা ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগকে জানাতে বলা হয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ