January 22, 2025
আঞ্চলিক

তেলিগাতী রাজাপুর গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ

ফুলবাড়ীগেট প্রতিনিধি

তেলিগাতী রাজাপুর গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ গতকাল বিকাল ৪টায় তেলীগাতী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। খেলায় বিবাহিত বনাম অবিবাহিত দল অংশ গ্রহন করে । নির্ধারিত সময়ে খেলা গোল শুন্যভাবে শেষ হলে অতিরিক্ত সময়েও কোন দল গোল করতে না পারায় উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষনা করা হয়। খেলায় উদ্ভোধন করেন যোগীপোল ইউপি সদস্য গাজী এনামুল কবির। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ সরোয়ার হোসেন।

প্রধান অতিথি ছিলেন তেলিগাতী কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিষ্ঠাতা মাদার তেরেসা স্বর্ণপদক প্রাপ্ত ব্যাংকার শেখ জাহিদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম পিটু, শেখ মুস্তাফিজুর রহমা, বাবু দিপংকর হালদার, কাজী নজরুল ইসলাম, মোসারেফ হোসেন, ফকির আফজাল, শেখ হাসান আলী, মোহরাব মুন্সি, বাবু রবিন্দ্রনাথ ঢালী, রাকিবুল ইসলাম, সরদার  আফজাল হোসেন, ফকির মোসলেম, বাবু সুদেশ চন্দ্র ঢালী, আব্দুর রাজ্জাক , লিয়াকাত মোল্যা, সমির অধিকারী, সার্বিক সহযোগিতায় মোঃ রবিউল ইসলাম, যৌথভাবে সেরা খেলোয়াড় নির্বাচিত হন পংকজ ঢালী আল আমিন মোল্যা। খেলাটি পরিচালনা করেন গাজী ফরহাদ।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *