তেলিগাতী কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিষ্ঠাতাকে সম্মাননা স্মারক প্রদান
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নিজস্ব অর্থায়নে তেলিগাতী কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ, বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়কের পাশ্বে ক্লান্ত পথিকের বসার ব্যাবস্থা, সামাজিক, সাংস্কৃতিক, অসহায় চা দোকানির মাঝে চেয়ার বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, তেলিগাতি একুশের মোড়, আড়ংঘাটার লতাখামার, পাহাড়পুর এলাকায় দৃষ্টিনন্দিত ছাউনি, বিভিন্ন ক্লাবের মাঝে ক্রিড়া সামগ্রী বিতরণ করা সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় মহেশ্বরপাশা জাতীয় তরুন সংঘের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান গতকাল বিকাল ৪টায় সংগঠনের সভাপতি কেসিসি সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান খান খোকনের সভাপতিত্বে মহেশ্বর পাশা তরুন সংঘ মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আঃ রাজ্জাক , আলহাজ্ব মোল্লা মজিবর রহমান, অধ্যাপক বিধান চন্দ্র রায়, বক্তৃতা করেন আসাদুজ্জামান, আফজাল হোসেন বুলবুল, মোঃ সোহেল প্রমুখ ।